
সি এন্ড এফ শ্রমিক-কর্মচারীরা চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ সি এন্ড এফ কর্মচারী ফোরামের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দরের কারণে বাংলাদেশ সারাদেশে পরিচিত। আমদানি রফতানির মাধ্যমে দেশকে সচল রাখছে এই বন্দর। এরই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশীদার সি এন্ড এফ শ্রমিক কর্মচারীরা। তিনি সততা নিষ্ঠার সাথে দেশের সেবা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ফোরামের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৮ নম্বর ওয়ার্ডের আমীর কবির আহমদ,সি এন্ড এফ ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।