ই-পেপার | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম বন্দরের এক ইঞ্চি জায়গাও বেসরকারী খাতে দিতে দেওয়া হবে না

চট্টগ্রাম বন্দরের আর এক ইঞ্চি জায়গাও বিদেশি কিংবা বেসরকারি কোম্পানির কাছে দিতে দেওয়া হবে না বলে জানিয়েছেনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে শ্রমিক সংগঠনটির ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি বন্দর হাসপাতাল থেকে শুরু হয়ে বিশ্বরোড প্রদক্ষিণ করে বন্দর ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন।


সাইফ পাওয়ারটেককে চট্টগ্রাম বন্দরে কালো তালিকাভূক্ত করতে দাবি জানিয়েছে শ্রমিক দলের নেতারা


সমাবেশে মো. হুমায়ুন কবীর বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সাথে সাইফ পাওয়ারটেকের চুক্তি আছে। এরপর তাদের সাথে আর চুক্তি করা যাবে না। একইসঙ্গে সাইফ পাওয়ারটেককে চট্টগ্রাম বন্দরে কালো তালিকাভূক্ত করতে হবে।

তারা সাবেক সিবিএ’র এক নেতার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করতে চায়। তাদের এ আশা বাস্তবায়ন করতে দেবে না বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)’র নেতাকর্মীরা।

সিবিএ সাবেক সহ সাধারণ সম্পাদক মোজাহের হোসেন শওকতের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন শফিকুল ইসলাম।


চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি সহ কোন স্থাপনা বেসরকারীকরণ কিংবা বিদেশীদের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করত হবে।


এসময় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)’র পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-

★ চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি সহ কোন স্থাপনা বেসরকারীকরণ কিংবা বিদেশীদের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

★ নবনির্মিত পিসিটি, এনসিটি ও ওভার ফ্লো ইয়ার্ডের জন্য জনবল কাঠামো তৈরী করে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

★ দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি বিষয়ক জটিলতা নিরসন করতে হবে।

★ অনতিবিলম্বে শূন্য পদ পূরণ করে জনবল সংকট দূর করতে হবে।

এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন, শ্রমিক দলের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আবদুল হাই, পরিবহন বিভাগীয় নেতা শেখ সানোয়ার মিয়া, যান্ত্রিক বিভাগের নেতা দিদারুল আলম, নাছির উদ্দিন এবং বন্দর ভবন থেকে হুমায়ুন কবির প্রমুখ।

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)’র পক্ষ থেকে এক আবেদনপত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সহ অন্যান্য স্থাপনা পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিক কর্মচারী এবং দেশীয় অপারেটরদের ক্ষতি না করে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ দেওয়া হবে। যাতে দেশি-বিদেশি সবাই অংশ নিতে পারে।