
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত পোর্ট ডিউটি ও ঝুঁকি ভাতা দ্রুত বাস্তবায়ন এবং অবিলম্বে শূন্য পদে লোক নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বুধবার চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় এনসিটি ও সিসিটি টার্মিনাল চবক এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্তকে স্বাগত জানান নেতৃবৃন্দরা। এসময় বন্দরের বর্তমানে বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করা হয় ।
প্রধান অতিথি এস এম লুৎফুর রহমান বন্দরের শ্রমিক কর্মচারীদের জীবন মান উন্নয়নের জন্য অনতিবিলম্বে চবক বোর্ড সভায় অনুমোদিত ১০ হাজার টাকা পোর্ট ডিউটি ভাতা ও বেসিকের ৪০ শতাংশ ঝুঁকি ভাতা অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জোর দাবি জানান।
তিনি চবকের প্রায় চার হাজার শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ এবং নিয়োগ কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।
এছাড়া অবিলম্বে চবক এর শ্রমিক প্রতিনিধি তথা সিবিএ নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, বন্দর শ্রমিক সংঘের সেক্রেটারি মো. ইয়াসিন, শ্রমিক কল্যাণ বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান সহ অন্যান্য নেতৃবৃন্দ।