ই-পেপার | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫

বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট রাজ্জাক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পিপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরীকে কলেজের সভাপতি ও অ্যাডভোকেট ফাতেমা খানম চৌধুরীকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।

অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সভাপতি মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়।

পরে অ্যাডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করে। ওই নোটিশ মোতাবেক বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ চট্টগ্রাম জেলার পিপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরীকে সভাপতি করার প্রস্তাব দেন।

তার প্রস্তাব অনুসারে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে তাকে কলেজের সভাপতি মনোনীত করা হয়।