ই-পেপার | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫

‘সেবা ৩৬৫’ ও ‘ই-এডভান্টেজ’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

‘সেবা ৩৬৫’ ও ‘ই-এডভান্টেজ’ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ষোলশহর সিডিএ এভেনিউ এলাকায় চট্টগ্রাম সেবা গ্রুপ (বিডি) লিমিটেডের কর্পোরেট অফিসের কনফারেন্স রুমে এগ্রিমেন্ট সাইনিং সিরেমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ‘ই-এডভান্টেজ’ এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ নোমান চৌধুরীকে কক্সবাজার পৌরসভা, রামু চৌমহনী, ঈদগাহ সদর, মহেশখালী পৌরসভা, মাতারবাড়ি, উখিয়া থানা সদর, কোট বাজারসহ মোট ১৪ টি ফ্রাঞ্চাইজি আউটলেট প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সেবা গ্রুপ (বিডি) লিমিটেডের এডভাইজার প্রফেসর হায়াৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মনছুর উদ্দিন আহমেদ, প্রাক্তন বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিন্ডিকেট মেম্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডাইরেক্টর, এক্সিম ব্যাংক লিমিটেড, এইচআর এন্ড এডমিন হেড নাসা গ্রুপ চট্টগ্রাম, এবং এডভাইজার সেবা গ্রুপ (বিডি) লিমিটেড। মো. মঞ্জুর হাসান, হেড অব ইনভেস্টেমেন্ট ইনচার্জ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খাতুনগঞ্জ কর্পোরেট শাখা, চট্টগ্রাম।

আরও উপস্থিত ছিলেন মো: আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক ও কোঅর্ডিনেটর, এম. এ. ইন ইংলিশ প্রোগ্রাম,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম।

সেবা গ্রুপের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ আকবর ফ্রাঞ্চাইজি আউটলেট এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেন। উক্ত সিরেমনিতে আরও উপস্থিত ছিলেন কোম্পানি হেড অব মার্কেটিং কামাল উদ্দিন আহমেদ এবং এইচ আর হেড, তোফায়েল আহমেদ।

  • উপস্থিত সবাই আশা প্রকাশ করেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ই-কমার্সভিত্তিক দেশীয় কোম্পানি “সেবা ৩৬৫” ব্যবসা-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেবা গ্রুপ (বিডি) লিমিটেডর নতুন কার্যক্রম “সেবা৩৬৫” মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসের মাধ্যমে সারা দেশের উপজেলা পর্যায়ে, প্রথমে একটি করে ফ্রাঞ্চাইজি আউটলেট দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘সেবা ৩৬৫’ও ‘ই-এডভান্টেজ’ এর মাধ্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।