ই-পেপার | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪

সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ নগরীর বায়েজিদ থানা, বন্দর থানা ও পতেঙ্গা থানা এই তিনটি শিক্ষা থানা পর্যায়ে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক (ব্যবসা প্রশাসন) ও প্লাটুন কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সিরাজুল ইসলাম ২০০৮ সালে ব্যবসা প্রশাসনের প্রভাষক হিসেবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে যোগদান করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন হতে বিবিএ (সম্মান), এমবিএ হিসাববিজ্ঞান তথ্য পদ্ধতি বিভাগ হতে শিক্ষাজীবন সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) হতে প্রি কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) হতে পিজিডিএইচআরএম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ট্যাক্সেস বারের আজীবন সদস্য।