ই-পেপার | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪

শহীদ সাইফুদ্দিন খালেদের মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা পরিবারবর্গের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ছয় দফার সভাপতিত্বকারী, বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী জননেতা মরহুম জহুর আহম্মেদ চৌধুরীর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এর পক্ষ থেকে গত ১৪ এপ্রিল কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই দিন শহীদের স্মরণে সকলের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এর চেয়ারম্যান ও শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহফুজ, ভাইস চেয়ারম্যান সংবাদিক ফারুক আবদুল্লাহ, জয়নাল আবেদীন, আইন কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি সৈয়দ আলম চৌধুরী, বাগমনিরাম ওয়াড যুবলীগ এর সাধারণ সম্পাদক মো. আমিন, কানাডা আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এর উপদেষ্টা মো. পারভেজ চৌধুরী , মহাসচিব ভিপি উওম কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক মো. মনজু, প্রচার সম্পাদক উজ্জ্বল চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. নাসির, মহানগর এর সহ সভাপতি মো. মিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শহীদ স্বপন চৌধুরী ভাগনী চৈতী বসু, শহীদ পরিবারের সন্তান মো. দুলাল, মহিম চৌধুরী, রনি সরকার, মিন্টু দাশ, মো. মুন্না, পিকলু, মো. ফয়সাল,মো. সুমন, মো. শাহিন, সুজন বড়ুয়া, মো. হাবিব, মো. রুবেল, মো. আরাফাত, মো. জসিম উদদীন প্রমুখ।

উল্লেখ্য, শহীদ সাইফুদ্দিন খালেদ চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র সংসদের এজিএস ছিলেন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সম্মুখ যুদ্ধে চুয়েটের সামনে শাহাদাতবরণ করেন। পরবর্তীতে রাঙ্গুনিয়া থেকে তার কবর নগরের পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হয়।