জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আলো ব্যাবস্থাপনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিমদের মাঝে খাবার বিতিরণ করা হয়।
আজ শুক্রবার নগরীর খাজা রোডস্থ ওয়াসিয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।
-
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আলো বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং বহুমুখি প্রতিভার অধিকারী। শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গণ আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে থাকতো।
বঙ্গবন্ধু পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সাধারণ জীবনযাপন করতেন। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সংগঠক।
তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।
এই আলোকিত স্বপ্নবান মানুষটির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন তালুকদার, চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা সজিব, রাসেল, সাইফুল, অভি, শুভ প্রমুখ।