ই-পেপার | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪

যুবদল নেতার মটর সাইকেল চুরি করলো যুবলীগ নেতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির একটি দল মন্দিরে নিরাপত্তা প্রদানের সময় যুবদল নেতার মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

গত শুক্রবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে হারবাং পুলিশ ফাঁড়ির এস আই সোলায়মান সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে ইউনিয়ন যুবদল নেতা বাবুল উদ্দিন মটর সাইকেল চুরির একটি মৌখিক অভিযোগ করেন।

পরে খোঁজ নিয়ে জানতে পারি যুবলীগ নেতা মোহাম্মদ মাসুক আহমদ মটর সাইকেলটি নিয়ে গেছেন। তিনি স্থানীয় স্টেশন পাড়া আবুল হাশেম এর ছেলে।

ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাবুল উদ্দিন জানান, বিএনপির ঊর্ধ্বতন কর্তৃক্ষের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে পূজা উদযাপন করতে পারে তাই আমরা শুক্রবার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে নিরাপত্তা প্রদানের কাজ করছিলাম। আসার পথে খেয়াল করলাম মটর সাইকেল নেই। পরে বিএনপি নেতৃবৃন্দসহ হারবাং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে যুবলীগ নেতা মোহাম্মদ মাসুক আহমদ এর সাথে যোগাযোগ করা হলে মটর সাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, হিন্দুর একটি জায়গায় আমাদের দেওয়া খুঁটি তুলে ফেলতে দলটি আসছে ভেবে মোটরসাইকেলটি আমি নিয়ে আসি।

তবে জিডি করে মটর সাইকেল পুলিশ ফাঁড়িতে জমা দিয়েছি। তবে মটর সাইকেল জমা দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল শিকদার সাংবাদিকদের জানান, মাসুক আহমদ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এমন কোন অপরাধ নেই করেনি।

আমাদের নেতা সালাহ উদ্দিন আহমেদ এর নির্দেশে আমরা শান্তিপূর্ণভাবে এলাকায় অবস্থান করছি। প্রতিশোধের রাজনীতি করছি না। না হয় সে এলাকায় থাকতে পারার কথা না।

এদিকে মটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছেন যবদল নেতা বাবুল উদ্দিন।