- দেশের সরকারি সার কারখানাগুলো একের পর এক বন্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে।
- একটি মহল বিদেশ থেকে কৃষি উপকরণ আমদানি করে দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিচ্ছে।
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড উৎপাদন পুনরায় বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
সোমবার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন সারের চাহিদা থাকা সত্ত্বেও দেশের সরকারি সার কারখানাগুলো একের পর এক বন্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে।
তারাই ধারাবাহিকতায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড বারংবার বন্ধ করা হচ্ছে। এই প্রতিষ্ঠান একটি আধুনিক ও মানসম্মত সার কারখানা। বিগত ছয় মাস ষড়যন্ত্রের মাধ্যমে এ কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। অতঃপর উৎপাদন সচল করার ১২ ঘণ্টা না যেতেই পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই কারখানার উৎপাদন সচল করার জন্য জোর দাবি জানাচ্ছি।
নেতৃত্বয় বলেন, একটি মহল বিদেশ থেকে কৃষি উপকরণ আমদানি করে দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিচ্ছে। তাদের ষড়যন্ত্রে পা দিয়ে কতিপয় সরকারি আমলা একক সিদ্ধান্তে দেশের সরকারি কল কারখানা বন্ধ করে দিচ্ছেন।
ফলে দেশের আমদানি ব্যয় যেমন বাড়ছে অপরদিকে অসংখ্য শ্রমিক কর্মচ্যুত হচ্ছে। কর্মহীন শ্রমিকদের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট দেশের অভ্যন্তরে একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যারা পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য এবং সরকারকে বেকায়দায় ফেলতে এসব সিদ্ধান্ত গ্রহণ করছে তাদের ব্যাপারে গভীর অনুসন্ধান করা।
আমরা চাই না কোন দুষ্কৃতিকারী শ্রমিকদের উস্কে দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করুক। এক্ষেত্রে সরকারকে সতর্ক হারা আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে সকল বন্ধকৃত কল কারখানা চালু করার জন্য।
