ই-পেপার | মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪

চুয়েট শিক্ষক প্রতিনিধিদলের জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট পরিদর্শন

চুয়েট শিক্ষক প্রতিনিধিদলের সাথে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

বৃষ্টির পানি সংরক্ষণে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সাপ্লাই একটি প্রশংসনীয় উদ্যোগ। তাছাড়া সাধারণ ভোক্তা সাধারণকে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সম্পর্কে সচেতনতা তৈরী করতে হবে। চুয়েট-জিপিএইচ ইস্পাত এধরণের বিভিন্ন সম্ভাব্য বিষয়ে যৌথভাবে গবেষণা ও পরামর্শ দানের জন্য চুক্তি সম্পাদন করতে পারে।

গত শনিবার (২৫ জুন) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল জিপিএইচ প্ল্যান্ট পরিদর্শনের পর অপরাহ্নে মত বিনিময়কালে চুয়েটের প্রফেসর ড. মাহমুদ ওমর ফারুক ইমাম, প্রফেসর ড. স্বপন কুমার পালিত, প্রফেসর ড. সুদীপ কুমার পাল, প্রফেসর ড. আসিফুল হক, প্রফেসর ড. মো. রিয়াজ আকতার মল্লিক এবং প্রফেসর ড. জি.এম. সাদিকুল ইসলাম উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

এসময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল জিপিএইচ ইস্পাতের পণ্য সামগ্রীর গুণগতমান সম্পর্কে ভোক্তাদের আগ্রহী করতে প্রতিনিধিদলকে অনুরোধ জানান। তিনি করোনাকালে জিপিএইচ ইস্পাতের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, শ্রমিক কর্মচারীর শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান খাতে সুবিধাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক (অর্থ ও ব্যবসা উন্নয়ন) কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক (ট্রেড সেলস) শোভন মাহমুব শাহাব উদ্দিন রাজ, হেড অব অপারেশন শ্রীনিবাসা মাদুরুলি রাও, হেড অব প্ল্যান্ট ড. আবু সাঈদ সুমন, এডভাইজার কেের্নল শওকত ওসমান (অব.), চুয়েটের সহযোগী অধ্যাপক মো. এস এম ফারুক এবং মো. তারেকুল আলম, সহকারী অধ্যাপক সঞ্জয় দাস, শোভন হালদার, আজম খান এবং মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মসূচী সমন্বয় করেন এজিএম (সেলস) নিজাম উদ্দিন রাসেল।

পরিদর্শনের শুরুতে কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেসের উপর ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, হেলথ এন্ড এনভায়রনমেন্ট সেফটির উপর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এবং মানবসম্পদ উন্নয়নের উপর সাজ্জাদ হোসেন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন।