প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

সড়ক পথে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করে নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাজিরা প্রান্ত থেকে তিনি ফিরেছিলেন আকাশপথে হেলিকপ্টারে করে। এরপর প্রথমবারের মতো স্থাপনাটির ওপর দিয়ে নিজের জন্মভিটায় গেলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন।
গণভবন থেকে সকাল আটটার পরপরই টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়ায় ছেলে ও মেয়েকে নিয়ে কিছুটা সময় বিশ্রাম নেন তিনি।
সকাল সোয়া ১০টার দিকে মাওয়া প্রান্ত থেকে টুঙ্গিপাড়ার পথে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।
সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেন। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে বিকেল পাঁচটায় তিনি টুঙ্গিপাড়া থেকে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়েই ঢাকায় ফিরেন।
Copyright © 2025 আনন্দনগর পত্রিকা. All rights reserved.