ই-পেপার | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ঘোষণা

  • ৪৯ জনের মনোনয়নপত্র জমা
  • আগামী ৯ অক্টোবর নির্বাচন
  • বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু নির্দেশনায় এবার প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে কমে গেছে

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অন্যতম প্রতিষ্ঠান শিপিং এজেন্টদের সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ৯ অক্টোবর।ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এবারে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু নির্দেশনায় এবার নির্বাচনের ধরনে আমূল পরিবর্তন এসেছে। বিশেষ করে পরিচালকদের পরিবর্তে ভোটারদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। আগে পরপর দুইবার দায়িত্ব পালন করেছেন এমন কেউ এবারের নির্বাচনে প্রার্থী হতে পারছেন না।

আবার শিপিং এজেন্সির মালিক বা শেয়ার হোল্ডার না হলেও প্রার্থী হতে পারছেন না। আগে মালিকের অথরাইজেশন নিয়ে প্রতিষ্ঠানের জিএম, ম্যানেজারসহ শীর্ষ কর্মকর্তারা প্রার্থিতার সুযোগ পেতেন।

বিগত দুই মেয়াদে ক্ষমতায় থাকা এবং মালিকানা ছাড়া অন্যদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে দেয়ায় এবার প্রার্থী সংখ্যা ব্যাপক হারে কমে গেছে।

এদিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মক্কা–মদিনা টাওয়ারের প্রবেশমুখে বৈষম্যের শিকার ব্যবসায়ী ফোরাম নাম দিয়ে অনেকগুলো ব্যানার টাঙানো হয়েছে। স্বৈরাচার আওয়ামী দোসর দালালদের শিপিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে প্রতিহত করা হবে ঘোষণা দিয়ে একদল ব্যবসায়ী অবস্থান নেয়।

এসময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত একটি প্যানেল থেকে ৩৭ জন এবং অপর একটি পক্ষ থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তথ্যমতে, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশেনে মোট পদ রয়েছে ২৪টি। এর মধ্যে একজন চেয়ারম্যান, দুজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং জেনারেল ক্যাটাগরির ১৩ জন এবং এসোসিয়েট ক্যাটাগরির ৬ জন মিলে ১৯ জন পরিচালক। আগে ভোটারদের সরাসরি ২৪ জন পরিচালক নির্বাচিত হতেন।

উক্ত ২৪ পরিচালক বসে নিজেদের প্রেসিডিয়াম নির্বাচিত করতেন। ভোটারদের মধ্যেও জেনারেল ক্যাটাগরির ভোটার জেনারেল ডিরেক্টর এবং এসোসিয়েট ক্যাটাগরির ভোটার এসোসিয়েট গ্রুপের ডিরেক্টর নির্বাচিত করতেন।

কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসন্ন নির্বাচনের জন্য দেয়া নির্দেশনায় বলা হয়েছে, জেনারেল বা এসোসিয়েট যে গ্রুপের ভোটারই হোন না কেন, একজন ভোটার ২৪টি ভোট প্রয়োগ করবেন। চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদেরকে সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। আসন্ন নির্বাচনে জেনারেল গ্রুপে ৯২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা :

অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে এ. এ. শিপিং সার্ভিসের মোহাম্মদ মশিউল আলম, অ্যাডমিরাল শিপিং লাইনস লিমিটেডের মোহাম্মদ শাহীন, কনভেয়র শিপিং লাইনসের মোহাম্মদ কবির আহমদ, ইঙ্কপুট ট্রেডিংয়ের সানিয়েত লুৎফি, কে এস এম শিপিং লাইনসের খালেদা বেগম, মেরিটাইম সার্ভিসেস লিমিটেডের মোয়াম্মার আহমেদ, মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের ক্যাপ্টেন আলাউদ্দিন আল আজাদ, মিউচুয়াল শিপিং লিমিটেডের জুনায়েদ আহমেদ রাহাত, এন সি শিপিংয়ের মোহাম্মদ নবাব খান, নাফ মেরিন সার্ভিসেসের ক্যাপ্টেন মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, পার্ক শিপিং লাইনের মোহাম্মদ হুমায়ন কবির পাটোয়ারী, প্রাইমেঙ লজিস্টিকস ইন্টারন্যাশনালের মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী, সমুদ্র শিপিং লাইনস লিমিটেডের মাসুদ আহমেদ সিনোবেন, শিপিং কোম্পানি লিমিটেডের আখতার কামাল চৌধুরী এবং সাউথ ইস্ট মেরিটাইমের মোহাম্মদ মনসুর আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেনারেল ক্যাটাগরি থেকে এ বি সি শিপিং লাইনস লিমিটেডের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমান শিপিং এজেন্সির আনোয়ারুল কবির কামরুল, আরগো শিপিং সার্ভিসেস লিমিটেডের ক্যাপ্টেন মোহাম্মদ আলী, এশিয়াবাল্ক মেরিটাইম প্রা. লিমিটেডের অঞ্জন মজুমদার, আয়ার শিপিং সার্ভিসেসের সৈয়দ ইমাম হোসাইন, বেঙ্গল শিপিং লাইন লিমিটেডের আবদুল মালেক, কন্টেনার ওয়ার্ল্ডওয়াইড এঙপ্রেস (বিডি) লিমিটেডের এস এম এনামুল করিম, এভার চিয়ার শিপিং লাইনসের মোহাম্মদ শফিউল আলম, গ্লোব শিপিং লাইনস লিমিটেডের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, গো পোর্ট শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, এইচ সি মেরিন লিমিটেডের নুরুন নবী, ইন্টারমোডাল পিটিই লিমিটেডের আহসান ইকবাল চৌধুরী, ইন্টারপোর্ট শিপ এজেন্টস লিমিটেডের আহমেদ তাহসীন আসাদুল্লাহ, কে এম সি শিপিং লাইনের আজিম রহিম চৌধুরী, কে এস এম শিপিং এজেন্সিস (প্রা.) লিমিটেডের কাজী মনসুর উদ্দিন, মাদার শিপিং লাইনস লিমিটেডের সারোয়ার ইহসান জিয়া, মাল্টিমুভ শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের মোহাম্মদ আবদুল কুদ্দুস ওশান কিং কন্টেনার লাইনসের মোহাম্মদ আনোয়ার হোসেন খান (হাসান), এস কে শিপিং বিডির এটিএম জহিরুল ইসলাম, সিকম শিপিং লাইনস লিমিটেডের জহুর আহমেদ, সেভেন সিজ শিপিং লাইনসের মোহাম্মদ আলী আকবর, শামসে জোহাকে শিপিং লিমিটেডের আকিব হাসনাত, দ্য আকিব শিপিং লাইনস লিমিটেডের মোহাম্মদ শহীদ উল্ল্যাহ চৌধুরী, ইউনাইটেড সি ট্রান্সপোর্ট কোম্পানির সরফরাজ কাদের, ভেগা মেরিন (প্রা.) লিমিটেডের আহসানুল হক চৌধুরী এবং জেব্রা শিপিং লিমিটেডের আবদুল্লাহ ইফতেখার চিশতি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, জেনারেল ক্যাটাগরির ডিরেক্টর পদে ২১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ডিরেক্টর পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সূত্র জানিয়েছে।