চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উদযাপন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। গত শনিবার সকালে চমেকের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতাল অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ডা. মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ও পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. রিজোয়ান রেহান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. অংসুইপ্রু মারমা, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী, রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, গ্যাস্ট্রোএন্ট্রিলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, শিশু হেমাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল মওলা, চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোমেন সরকার, ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাগর চৌধুরী, ডার্মাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইউনুচ হারুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত, ডার্মাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ, চমেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মইন উদ্দিন মাহমুদ, চমেক হাসপাতালের আাবাসিক ফিজিশিয়ান ডা. সাহেদ উদ্দিন আহমেদ, চমেক হাসপাতাল গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. জাকিয়া মমতাজ প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন কর্মসূচির পালন করা হয়।
পদ্মা সেতুর উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উদযাপন
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ : ২৬ জুন, ২০২২ ১২:০৫ : অপরাহ্ণ |
বিভাগ : স্বাস্থ্য
232 বার