ই-পেপার | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪

তিন সংসদ সদস্য করোনায় আক্রান্ত

শরীয়তপুরের তিনজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে তাঁরা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পারেননি।

এই তিন সংসদ সদস্য হলেন শরীয়তপুর-১ আসনের ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক। এ ছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মনির চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই জনপ্রতিনিধি ও নেতাদের মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে ৭২ ঘণ্টা আগে তাঁদের করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তাঁদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। আজ শনিবার পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নিজের ফেসবুক পেজে পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম।

এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান সিকদার প্রধানমন্ত্রীর সভামঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিন সংসদ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতার করোনা শনাক্তের বিষয়টি জানান। তিনি বক্তব্যে তাঁদের রোগমুক্তির জন্য সবার দোয়া চান।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম। আমাদের দুর্ভাগ্য গতকাল রাতে তিনজনেরই কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এ কারণে আমরা অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকতে পারিনি।